সিলেট অফিস
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে অংশগ্রহণ করে গোল্ডেন (A+)এ প্লাস পেয়েছে মেধাবী শিক্ষার্থী ফাতেহা ইসলাম লিজা। অত্যন্ত মেধাবী ছাত্রী ফাতেহা ইসলাম লিজা সিলেট নগরীর চৌকিদেখী এলাকার স্থায়ী বাসিন্দা, সিলেট আম্বরখানা উত্তর সিএনজি মালিক সমিতির আহবায়ক, এয়ারপোর্ট নয়া বাজারের দেশ ইঞ্জিনিয়ারিং সাটারিং হাউজের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব বদরুল ইসলাম রিপন ও গৃহিণী তাসলিমা ইসলাম চৌধুরী দম্পতির বড় মেয়ে।
২ ভাই বোনের মধ্যে বড় লিজা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সিলেট সরকারি হাই স্কুল লাক্কাতুরা হতে উত্তির্ন হয়েছিলো। এছাড়াও খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও সে মেধা তালিকার উত্তির্ন হয় । সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।
তার গর্বিত পিতা বদরুল ইসলাম রিপন ও গর্বিত মাতা তাসলিমা ইসলাম চৌধুরী তাদের কন্যার এই সাফল্যে তার সকল শিক্ষক শিক্ষকা সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মেয়ের ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply