নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ও বিজ্ঞ বিচারকগণের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার। বক্তব্য রাখেন পঞ্চগড়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুবালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ রাকিবুল হাসান, জেলা আইনজীবী সমিতি সভাপতি মোঃ আমিনুর রহমানসহ জিপি, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, উপ-পরিচালক, সমাজসেবা, জেলা শিশু কর্মকর্তা, জেল সুপার। এছাড়া সকল আদালতের বিচারক, সরকারী ও বেসরকারি, এন জি ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ ইসমাইল হোসেন। সভায় পঞ্চগড়ের জনসাধারণের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইডকে আরো বেগবান করার জন্য আহ্বান জানানে হয়। এবং যার যার অবস্থান থেকে সরকারি আইনী সেবার এ মহতী কার্যক্রম জনগণের দোড় গড়ায় পৌঁছে দেবার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ ও বিজ্ঞ বিচারকবৃন্দ সহ অন্যান্য প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Leave a Reply