বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে
আদালত প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণ সংক্রান্ত যাবতীয় নথি চেয়েছেন হাইকোর্ট। গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৮ মার্চের মধ্যে দুদকের আইনজীবীকে হলফনামা করে তা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে রিটকারী পক্ষের আইনজীবীকে বলা হয়েছে, রিট করার এখতিয়ার ও শরীফ উদ্দিনকে অপসারণের আইনগত বৈধতা-অবৈধতাসহ গোটা বিষয়ে নিয়ে আইনি বক্তব্য হলফনামা করে দাখিল করতে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। ওই ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তের জন্য রিট করেছিলেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। রিটে দুদক চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) ও শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়।
Leave a Reply