নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেমিনুল ইসলাম বলেন মামলা জব্দকৃত আলামত সমূহ যথাযথ ভাবে নিষ্পত্তির করতে হবে এবং থানায় আগত সকল ভূক্তভোগীদের যথাযত সহায়তা পায় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেমিনুল ইসলাম। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল ২০২২) তারিখ বিকাল ৩টায় তিনি থানা পরিদর্শনে আসেন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত থানায় অবস্থান করে থানার বিভিন্ন বিষয়ে খোঁজ নেন এবং থানার কর্মকর্তাদের সাথে কথা বলেন। এর আগে থানায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ্ কামাল আকন্দ।
পরিদর্শনকালে থানায় পেন্ডিং সকল প্রসেস যেমন ওয়ারেন্ট, পরোয়ানা, স্বাক্ষীর সমন, তদন্ত প্রসেস দ্রুত তামিলের নির্দেশ প্রদান করেন। থানায় এসে বিভিন্ন মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং থানার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, মামলা জব্দকৃত আলামত সমূহ যথাযথ ভাবে নিষ্পত্তির করতে হবে এবং থানায় আগত সকল ভূক্তভোগীদের যথাযত সহায়তা পায় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ্ কামাল আকন্দসহ উপস্থিত থানার সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ সময় কোতোয়ালী মডেল থানার তদন্ত ফারুক আহম্মেদ,ইন্টেলিজেন্স অফিসার ওয়াজেদ আলীসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply