নুরে শাহী আলম, গাইবান্ধাঃ
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। এখন পর্যন্ত প্রাপ্ত ১২৩ কেন্দ্রের ফলাফলে ৬১ হাজার ৯৩১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তিনি। রিপনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী গোলাম শহীদ রনজু পেয়েছেন ৩৮ হাজার ৯১২ ভোট। বুধবার সন্ধ্যা থেকে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এর আগে দিনভর ভোটগ্রহণ হয়। ঘোষণা অনুসারে, ফুলছড়ি উপজেলার ৫৭ কেন্দ্র এবং সাঘাটার ৮৮ কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। দুই উপজেলার ১৪৫ কেন্দ্রের ফল একযোগে পাওয়ার পর জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন রিটানিং
কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
Leave a Reply