মোঃবাইজিদুল ইসলাম(বাবুল)-ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী তানবীর ভূঁইয়া সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সামসুজ্জামান চৌধুরী কানন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০ মিনিটের সময় নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা আইনজীবী ইসমাইল মিয়া এ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামীলীগের প্যানেল থেকে সভাপতি’সহ মোট ১১জন নির্বাচিত হয়েছেন। জাতীয়বাদি দল বিএনপির প্যানেল থেকে সাধারণ সম্পাদক ও সহসভাপতি পদে মোট চারজন নির্বাচিত হয়েছেন।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল ২৬ জানুয়ারি সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে এড.তানভীর ভূঁইয়া ও-তপন প্যানেল নির্বাচন করে। এতে সাধারণ সম্পাদক অকৃতকার্য হলেও সভাপতিসহ মোট ১১জন জয় লাভ করেছেন । জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে করিম-কানন প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা সাধারণ সম্পাদকসহ চারটি পদে জয়ী হয়েছেন।
Leave a Reply