তৌহিদুর রহমান হিসান : বিচার বিভাগ ক্ষতিগ্রস্থ হয় এমন কোনো কাজ না করতে আইনজীবীসহ বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতি বলেছেন, ইদানিংকালে দেখা যাচ্ছে, আমরা কেন যেন অসহিষ্ণু হয়ে পড়ছি। আমাদের এ অসহিষ্ণুতা পরিত্যাগ করতে হবে। সাম্প্রতিক দেশের বিভিন্ন আইনজীবী সমিতির সঙ্গে আদালতের অপ্রীতিকর ঘটনার প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন প্রধান বিচারপতি। গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘কারণে অকারণে আইনজীবীরা অসহিষ্ণু হয়ে উঠেছে এ কথা শুনতে চাই না। কার দোষ, কার দোষ না, সেটা আমি বলতে চাই না। আমরা এমন কোনো কাজ করব না যাতে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্থ হয়, জনগণ ক্ষতিগ্রস্থ হয়, বা বিচারপ্রার্থী ক্ষতিগ্রস্থ হয়।’ প্রধান বিচারপতি বলেন, ‘বার যদি বেঞ্চকে সম্মান করে তাহলে বেঞ্চ সম্মানিত হবে, আর বেঞ্চ যদি আইনজীবীকে সম্মান করে তাহলে আইনজীবীরা সম্মানিত হবেন। একে অপরকে সম্মান করে কথা বলা উচিত। অসহিষ্ণু না হয়ে আমাদের ধৈর্য ধারণ করে জুডিশিয়ারির সম্মান রক্ষা করতে হবে। প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়ারিকে হেফাজত করা ও শক্তিশালী করা আমার একার পক্ষে সম্ভব না। এইক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। বারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে প্রধান বিচারপতি বলেন, খেলা বিশ্বব্যাপী আমাদের পরিচয় করিয়ে দেয়। যেটা আমরা দেখেছি বিশ্বকাপে। খেলাধুলায় শরীর মন ঠিক থাকে।
Leave a Reply