জাহিদ মাহমুদ, মেহেরপুরঃ মেহেরপুর শহরের হোটেল এজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান নামের এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ হত্যা কান্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুই জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সেই সাথে অটোবাইক ও চালকের মোবাইল মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাার বুদরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখ।
লাশ উদ্ধারের পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে ডিবি’র ওসি সাইফুল ইসলাম, এসআই কেএম রেজাউল আশরাফ আলীসহ পুলিশ এবং ডিবির সদস্যরা অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে তাদেরকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অটোবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। অটো বাইক ছিনতাই এর উদ্দেশ্যে আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছে।
Leave a Reply