এম.নাজিম উদ্দিন, রাঙামাটিঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম.পি’র সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা,মো.হাবিবুর রহমান,মো. রফিকুল মাওলা,সাংগঠনিক সম্পাদক ও কাউখালী উপজেলা চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী,জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা,জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো.শামসুল আলম,জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া,জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে জন্মদিনের কেক কাটা হয়।
Leave a Reply